জাতীয়
৩০ ডিসেম্বর, ২০২৫
বেগম জিয়া আর নেই
মোঃ তাহমিদ হোসাইন চৌধুরী (প্রতিনিধি)
সিলেট সদর, সিলেট
২৬
৪

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের নামাজের পর ইন্তেকাল করেছেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)
আজ মধ্যরাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। তিনি দীর্ঘদিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং আজ ভোরে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর ইন্তেকালে বিএনপি ও অঙ্গসংগঠনসহ সমগ্র বাংলাদেশে শোকের ছায়া নেমে এসেছে।
এখনো জানাজার সময়সূচি ঘোষণা করা হয়নি। সময় নির্ধারিত হলে তা জানিয়ে দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
